Friday, 25 July 2014

আজব বাঙ্গালী আমরা

আজব বাঙ্গালী আমরা, কৃষক আমজাদ আলী জার্মানদের প্রতি ভালবাসা উজাড় করে দিল পারলে জমিজমা বেচে, আশপাশের খাইতে না পাওয়া মানুষগুলো্কে দিলেও পারত এই টাকা।আর এই আমজাদ আলীকে আমরা এখন celebrity বানাইছি, SATV আবার এইটা নিয়ে program করে, যেন ভবিষ্যতে আরও হুজুগে মাতাল দরিদ্র না খেয়ে মরা কৃষ্ক সমাজ দাসত্বের নিদর্শণ দেখিয়ে বাঙ্গালী জাতিকে আদর্শ দাসজাতি হিসেবে বিশ্বে প্রতিষ্ঠিত করার try করে।বরং channel-গুলো্র উচিত ছিল তাকে ডেকে এনে নিন্দা করা আর প্রশ্ন করাঃ জার্মানীর ওই medicine কি তাকে বিনামূল্যে দিছিল?............আহাম্মক আমজাদ আলী, বেকুব SATV

No comments:

Post a Comment