বাংলাদেশ-ওয়েস্টইন্ডিজ সফর সূচি
আগামী মাসে ক্যারিবিয় দ্বীপের উদ্দেশ্যে বাংলাদেশ ছাড়বে মুশফিক-মাশরাফি-নাসিররা। এক মাসের বেশি সময় ওয়েস্ট ইন্ডিজে থাকবে বাংলাদেশ। দু’টি টেস্ট, তিনটি ওয়ানডে ও একটি টি-টোয়েন্টি ম্যাচ খেলতে ১৩ আগস্ট উড়াল দেবে বাংলাদেশ।২০, ২২, ও ২৫ আগস্ট তিনটি ওয়ানডে খেলবে দু’দল। ২৭ আগস্ট খেলবে একমাত্র টি-টোয়েন্টি। সর্বশেষ ৫-৯ সেপ্টেম্বর প্রথম টেস্ট ও ১৩-১৭ সেপ্টেম্বর হবে দ্বিতীয় টেস্ট।
ড্যারেন স্যামিদের সঙ্গে সিরিজ উপলক্ষে প্রায় দেড় মাস আগে থেকে প্রস্তুতি শুরু করেছে বাংলাদেশ। নতুন কোচ চন্ডিকা হাথুরুসিংহের সঙ্গে মানিয়ে নেয়ার চেষ্টা চালিয়ে যাচ্ছেন দলের নবীন ও অভিজ্ঞ সকল ক্রিকেটার। অনুশীলন নিয়ে নানা জটলা পাকিয়ে দল থেকে বহিষ্কৃত হয়েছেন দেশ সেরা অলরাউন্ডার সাকিব আল হাসান। কোচের সঙ্গে খারাপ ব্যবহার ও বিসিবি’র নিয়ম অমান্য করায় দেশে ছয় মাস ও দেশের বাইরে ১৮ মাস সকল প্রকার ক্রিকেট থেকে বহিষ্কৃত হয়েছেন তিনি।
এর আগে ২০০৯ সালে ওয়েস্ট ইন্ডিজ সফরে ২-০তে টেস্ট সিরিজ জিতেছিল লাল-সবুজরা। ওয়ানডেতেও ৩-০তে সিরিজ নিজেদের করে নেয় তারা। ২০১১ সালে বাংলাদেশে ১-০তে সিরিজ জিতে ক্যারিবিয়রা। ২০১২ সালে ২-০তে সিরিজ হারে টাইগাররা।
এ বছর শুরু থেকে এখন পর্যন্ত খারাপ সময় পার করছে বাংলাদেশ। তাই বিসিবি’র নির্বাচকরা অনুশীলনের জন্য ২৫ সদস্যের প্রাথমিক দল ঘোষণা করেছে। —
No comments:
Post a Comment