Monday, 21 July 2014

নিহত ইসরায়েলি সেনাদের দু’জন মার্কিনী




নিহত ইসরায়েলি সেনাদের দু’জন মার্কিনী







নিহত ইসরায়েলি সেনাদের দু’জন মার্কিনী
গাজায় ইসরায়েলের স্থল অভিযান শুরুর পর হামাসের পাল্টা হামলায় রবিবার নিহত ১৩ ইসরায়েলি সেনার মধ্যে দু'জন যুক্তরাষ্ট্রের নাগরিক বলে জানা গেছে। সোমবার মার্কিন পররাষ্ট্র মন্ত্রণালয় একথা জানিয়েছে।
তবে নিহত ওই মার্কিন সৈন্যদের ইসরায়েলি নাগরিকত্ব আছে কিনা সে বিষয়ে এখনও কিছু জানা যায়নি।
একইদিন গাজায় ইসরায়েলি হামলায় ১০০ জনের বেশি নিহত হয়। অভিযানের ১৩ তম দিনে সেখানে সব মিলিয়ে নিহতের সংখ্যা ৫০০ ছাড়িয়েছে।
এদিকে গ্রেটার লস এঞ্জেলস-এর ইহুদি ফেডারেশন এক চিঠিতে জানিয়েছে, নিহতদের মধ্যে একজনের পরিচয় হচ্ছে ম্যাক্স স্টেইনবার্গ। তিনি ক্যালিফোর্নিয়ার সান ফেরনান্দো ভ্যালির বাসিন্দা। তিনি ইসরায়েলি সেনাবাহিনীর গোলানি বিগ্রেডের একজন স্নাইপার সেনা ছিলেন।
নিহত অপরজন টেক্সাসের সাউথ পাদ্রে আইল্যান্ডের নিসিম সিয়ান কার্মেলি। তিনিও একই বিগ্রেডের হয়ে লড়াই করছিলেন।
রবিবার গাজা সিটির পূর্বে শেহজাইয়া ঘহরের কাছে লড়াই করার সময় ওই দুই সেনা নিহত হন।
মার্কিন পররাষ্ট্র দফতর ওই দুই সেনার মৃত্যুর খবর নিশ্চিত করেছে। তারা জানিয়েছে, স্টেইনবার্গ ও কার্মেলি দু’জনেই যুক্তরাষ্ট্রের নাগরিক ছিলেন।

No comments:

Post a Comment