আরো ১০ ইহুদিবাদী সেনা নিহত; রেকর্ড গড়লো হামাস
২৫ জুলাই (রেডিও তেহরান): ফিলিস্তিনের
ইসলামি প্রতিরোধ আন্দোলন হামাসের হাতে ইহুদিবাদী ইসরাইলের আরো ১০ সেনা
নিহত হয়েছে। গত কয়েক ঘণ্টায় হামাসের সামরিক শাখা ইজাদ্দিন আল-কাসসাম
ব্রিগেডের যোদ্ধাদের হাতে নিহত হয় এসব ইহুদিবাদী সেনা।
আজ (শুক্রবার) দিনের প্রথম ভাগে গাজা
উপত্যকার উত্তর-পূর্ব অংশে হামাস যোদ্ধারা ইহুদিবাদী সেনাদেরকে হত্যা করে।
বেইত হানুন এলাকায় আজ ইসরাইলের ১০ সেনা নিহত হওয়ার ফলে এ পর্যন্ত হামাসের
হাতে ইসরাইলের প্রায় ৯০ জন সেনা নিহত হলো যা হামাসের জন্য রীতিমতো রেকর্ড।
তবে ইসরাইল তাদের এত বেশি সেনা নিহতের কথা স্বীকার করছে না। তারা আজ মাত্র ২
সেনা নিহতের কথা স্বীকার করেছে এবং এ পর্যন্ত তাদের ৩৬ সেনা নিহত হয়েছে
বলে দাবি করেছে।
এদিকে, নিখোঁজ সেনা অরোন শাউলের পরিবারকে
ইসরাইলের দখলদার সরকার বলেছে, যুদ্ধে সে মারা গেছে। অন্যদিকে হামাস বলেছে,
পূর্ব গাজার শেজাইয়া এলাকায় ইসরাইলি সেনাদের ওপর আকস্মিক হামলা চালিয়ে তারা
অরোন শাউলকে আটক করেছে।
No comments:
Post a Comment