গাজায় ৯১ ইসরাইলি সৈন্য নিহত
গাজায় প্রতিরোধ যুদ্ধে ইসরাইলের ৯১ জন সৈন্য নিহত হয়েছে বলে দাবি করেছে হামাসের সামরিক শাখা আল কাসাম ব্রিগেড। আজ সোমবার আল কাসাম ব্রিগেড এক বিবৃতিতে এই দাবি করে। আন্দালুয়া নিউজ এজেন্সির বরাত দিয়ে মিডল ইস্ট মনিটর এই খবর দিয়েছে। এই বিবৃতিতে দাবি করা হয়েছে ফিলিস্তিনি ভ’খন্ডে আরো শতাধিক ইসরাইলি সৈন্য আহত হয়েছে। এর আগে আল কাসাম ব্রিগেড একজন ইসরাইলি সেনাকে আটক করার দাবি করে। প্রথমে ইসরাইল অস্বীকার করলেও পরে সৈন্য আটকের বিষয়টি স্বীকার করে।
ইসরাইল ৭ জুলাই গাজায় সামরিক অভিযান শুরু করার পর থেকে এখন পর্যন্ত ৪৩ জন সৈন্য ও ৩ জন বেসামরিক নাগরিক নিহত হওয়ার কথা স্বীকার করেছে। এখন পর্যন্ত ইসরাইলের বিমান হামলায় ১০৩৫ জন বেসামরিক ফিলিস্তিনি নিহত এবং ৬ হাজারের বেশি আহত হয়েছে। ঈদের কারনে হামাসের পক্ষ থেকে যুদ্ধবিরতির প্রস্তাব দেয়া হলেও ইসরাইল বোমা হামলা অব্যাহত রেখেছে।
No comments:
Post a Comment