খেলার বাইরে ক্রিশ্চিয়ানো রোনালদোর মানবতার ও উদারতার উদাহরণ
পর্তুগীজ তারকা ফুটবলার ক্রিশ্চিয়ানো রোনালদো। আমরা কেবল
তাকে খেলার মাঠেই দকেহি ক্ষিপ্র গতইতে বল নিয়ে ছুটে যেতে। কিন্তু মাঠের
বাইরে রোনালদো একজন জনদরদি ও উদার মানুষ। তার এই উদারতার কথা জানেন না
অনেকেই। তার তেমন কিছু উদাহরণ তুলে ধরা হল।
১. গাজার শিশুদের জন্য অর্থ দানঃ
গত
দুই বছরে গাজার যুদ্ধ আক্রান্ত শিশুদের জন্য রোনালদো দিয়েছেন প্রায় তিন
মিলিয়ন ডলার। এবং আগামীতে রোনালদোর এই দানের ধারা অব্বাহত থাকবে বলে জানা
জায়।
২. রক্ত দানঃ
ক্রিশ্চিয়ানো রোনালদো প্রতি বছর দুইবার রক্ত দান করে থাকে। রক্ত দান
করার জন্য তিনি শরীরে ট্যাটু করেন না। কারণ ট্যাটু করলে রক্ত দিতে কষ্ট হয়।
৩. ক্যান্সার আক্রান্ত শিশুর জন্য দানঃ
১০ মাসের এক ক্যান্সার আক্রান্ত শিশুর সম্পূর্ণ চিকিৎসার জন্য ক্রিশ্চিয়ানো রোনালদো ৮৩ হাজার ডলার দান করেছিলেন।
৪. এলকোহল খান নাঃ
ক্রিশ্চিয়ানো রোনালদো এলকোহল পান করেন না। কারণ এলকোহল তাকে তার বাবার কথা মনে কড়িয়েদেয়। এলকোহল পান করেই মারা গিয়েছিলেন তার বাবা।
৫. ইসরাইলের খেলোয়াড়দের সাথে জার্সি বদলান নাঃ
ইসরাইলের সাথে খেলার পর ইসরাইলের একজন খেলোয়াড় তার সাথে জার্সি বদল করতে
চাইলে তিনি নাকচ করে দিয়ে বলেন, তিনি হত্যাকারীদের সাথে জার্সি বদইল করেন
না।
৬. গোল্ডেন বুট বিক্রি করে অর্থ দানঃ
ক্রিশ্চিয়ানো রোনালদো তার গোল্ডেন বুট বিক্রি করে গাজার শিশুদের জন্য এবং অনাথ বাচ্চাদের জন্য অর্থ সাহায্য দান করেন
No comments:
Post a Comment