‘পিকে’র জন্য নগ্ন আমির?
রাজকুমার হিরানির পরিচালনায় আমির
খানের পরবর্তী সিনেমা জন্ম দিচ্ছে একের পর এক গুঞ্জনের। এর আগে শোনা
গিয়েছিল হিন্দি সিনেমার ইতিহাসে সবচেয়ে দীর্ঘ চুম্বনদৃশ্যে অভিনয় করতে
যাচ্ছেন আমির খান। আর এবার শোনা গেল এই সিনেমার জন্য সম্পূর্ণ নগ্ন
হয়েছেন পারফেকশনিস্ট খান।
ভারতীয় দৈনিক ইন্ডিয়া টুডে বলছে, সিনেমার প্রথম পোস্টারেও থাকতে পারে নগ্ন আমিরের
ছবি যেখানে তার শরীরে আবরণ বলতে থাকবে শুধুমাত্র হাতে ধরা একটি স্টেরিও সিস্টেম।
তবে নির্মাতারা এখনও এ বিষয়টি নিশ্চিত করেনি।
সূত্র জানিয়েছে, এই সিনেমায় একজন ভিনগ্রহের প্রাণীর চরিত্রে দেখা যাবে আমিরকে।
যখন তিনি প্রথম পৃথিবীতে পা রাখবেন, তখন তিনি থাকবেন নগ্ন অবস্থায়। এটাই হবে বড় পর্দায়
নগ্ন অবস্থায় আমিরের প্রথম দৃশ্যায়ন।
‘পিকে’র শুটিং চলাকালীন বিভিন্ন সময়ে বিচিত্র পোশাকে দেখা গেছে আমিরকে।
বিদ্রূপাত্মক এক রাজনৈতিক গল্পকাঠামো নিয়ে গড়ে উঠেছে ‘পিকে’র কাহিনি,
যেখানে আমির-আনুশকার সঙ্গে আরও থাকবেন সুশান্ত সিং রাজপুত এবং বোমান ইরানি।
‘পিকে’ মুক্তি পাবে ১৯ ডিসেম্বর।
No comments:
Post a Comment