Thursday 24 July 2014

সাবধান! ফেসবুকে এই ভিডিও দেখলে ভুলেও ক্লিক করবেন না


সাবধান! ফেসবুকে এই ভিডিও দেখলে ভুলেও ক্লিক করবেন না


সাবধান! ফেসবুকে এই ভিডিও দেখলে ভুলেও ক্লিক করবেন না
একজন মহিলা ওয়েবক্যামের সামনে পোশাক ত্যাগ করছেন। এমন ভিডিও যদি আপনার ফেসবুক ওয়ালে দেখেন, তবে ভুলেও তা ক্লিক করবেন না। নিজের অজান্তেই ডাউনলোড করে ফেলবেন এমন ভাইরাস যা আপনার ব্যক্তিগত নথি চুরি করতে পারে। ফেসবুক ইউজারদের এভাবেই সতর্ক করলেন অনলাইন সিকিউরিটি ফার্ম বিটডিফেন্ডার। যাদের ধারনা আলবানিয়া থেকে ওয়েব দুনিয়ায় ছড়িয়ে পড়েছে এই ভিডিও।
ভিডিওর লিঙ্ক ডিজাইন করা হয়েছে ইউটিউব স্টাইলে। কিন্তু ক্লিক করলেই অ্যাডোব ফ্লাশ সফটওয়্যার আপডেটের ধাঁচে আপনার কম্পিউটারে ইনস্টল হয়ে যাবে ক্ষতিকারক সফটওয়্যার। হ্যাকাররা ইন্টারনেট সার্ভিস বিট.লাইয়ের মাধ্যমে শর্টএন্ড ইউআরএল ব্যবহার করে ওয়েবসাইট অ্যাড্রেস তৈরি করছে। যদি বিটডিফেন্ডার জানিয়েছে এই সংস্থাকে তারা চিহ্নিত করতে পেরেছ। একবার যদি ট্রোজান.এজেন্ট.বিডিওয়াইভি ক্ষতিকারক সফটওয়্যার আপনার কম্পিউটারে ইনস্টল হয় তাহলে ক্রোম, ফায়ারফক্সে সব ব্রাউজারেই কার্যকর হবে এই সফটওয়্যার। বন্ধুদের ট্যাগ করবে নিজে থেকেই। যারা ক্ষতিগ্রস্ত হবেন তারা নিজেদের টাইমলাইন থেকে এই পোস্ট ডিলিটও করতে পারবেন না।
এই প্রথমবার নয়। গত বছর মে মাসেও এরকমই ক্ষতিকারক সফটওয়্যারের সন্ধান পেয়েছিল বিটডিফেন্ডার।

No comments:

Post a Comment