Tuesday 22 July 2014

=জমজম কূপ সম্মন্ধে কিছুজানা অজানা তথ্য=--



=জমজম কূপ সম্মন্ধে কিছুজানা অজানা তথ্য=--

১) আল্লাহ তা'লার অসীম কুদরতে ৪০০০ বছর
পূর্বে সৃষ্টি হয়েছিল।
২) ভারী মোটরের সাহায্যে প্রতি সেকেন্ডে ৮০০০
লিটারপানি উত্তোলন করার পরও পানি ঠিক সৃষ্টির সূচনাকালের ন্যায়
আছে।
৩) পানির স্বাদ পরিবর্তন হয়নি,জন্মায়নি কোন ছত্রাক বা শৈবাল।
৪) সারাদিন পানি উত্তোলন শেষে,মাত্র ১১ মিনিটেই আবার পূর্ণ
হয়ে যায় কূপটি।
৫) এই কূপের পানি কখনও শুকায়নি,সৃষ্টির পর থেকে একই রকম
আছে এর পানি প্রবাহ, এমনকি হজ্বমউসুমে ব্যবহার ক'য়েক
গুনবেড়ে যাওয়া সত্বেও এই পানির স্তর কখনও নিচে নামে না।
৬) সৃষ্টির পর থেকে এর গুনাগুন, স্বাদ ও এর মধ্যে বিভিন্ন
উপাদান একই পরিমানে আছে।
৮) এই কূপের পানির মধ্যে ক্যালসিয়াম ও ম্যাগনেসিয়াম সল্ট এর
পরিমান অন্যান্য পানির থেকে বেশী, এজন্য এই পানি শুধু
পিপাসা মেটায় তা না, এই পানি ক্ষুধাও নিবারণ করে।
৯) এই পানিতে ফ্লুরাইডের পরিমান বেশী থাকার
কারনে এতে কোন জীবানু জন্মায় না ।
১০) এই পানি পান করলে সকল ক্লান্তি দূর হয়ে যায়।
বিঃ দ্রঃ ভালো লাগলে Share করে বন্ধুদেরকেও
জানাতে ভুলবেন না।

No comments:

Post a Comment