রাজধানীতে থানার পাশেই গুলি করে ছিনতাই!
রাজধানীর আদাবরে থানার পাশেই গুলি করে ছিনতাইয়ের
ঘটনা ঘটেছে। ছিনতাইকারীরা আদাবর থানার দেড় শ’ গজ দূরে বেসরকারি মোবাইল ফোন
কোম্পানি রবির এক প্রকৌশলীর পায়ে গুলি করে আড়াই লাখ টাকা ছিনিয়ে নেয়। আহত
ওই প্রকৌশলীর নাম মঞ্জুরুল ইসলাম (২৭)। তাকে উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ
হাসপাতালে ভর্তি করা হয়েছে। গতকাল দুপুরে এ ঘটনা ঘটে। অপর দিকে প্রায় একই
সময়ে মতিঝিলে ছিনতাইকারীরা মোস্তফা কামাল (৫০) নামে অপর এক ব্যবসায়ীকে গুলি
করে ৫০ হাজার টাকা ছিনিয়ে নিয়ে গেছে। এসব ঘটনায় পুলিশ কাউকে আটক করতে
পারেনি।
পুলিশ ও পারিবারিক সূত্রে জানা গেছে, দুপুর পৌঁনে ২টার দিকে মোহাম্মদপুর রিং রোডের আদাবর থানার পাশেই মোটরসাইকেলযোগে তিনজন ছিনতাইকারী মঞ্জুরুলের রিকশার গতিরোধ করে। ছিনতাইকারীরা মঞ্জুরুলের কাছে থাকা আড়াই লাখ টাকার ব্যাগ ছিনিয়ে নেয়ার চেষ্টা করে। মঞ্জুরুল বাধা দিলে দুর্বৃত্তরা তার ডান পায়ে দুই রাউন্ড গুলি করে টাকার ব্যাগ নিয়ে পালিয়ে যায়। রক্তাক্ত অবস্থায় পথচারীরা তাকে উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যায়। তার পা দিয়ে প্রচ- রক্তক্ষরণ হয়েছে। তবে তিনি আশঙ্কামুুক্ত। আহতের খালা নাসিমা বেগম জানান, ‘মঞ্জুরুল রবির প্রকৌশলী। মোহাম্মদপুরের সলিমুল্লাহ রোডের ৫/১ নম্বর বাসায় পরিবারের সঙ্গে থাকে। দুপুর বেলায় ডাচবাংলা ব্যাংক থেকে আড়াই লাখ টাকা তুলে ধানমন্ডির আরেকটি ব্যাংকে জমা দিতে যাচ্ছিলেন। এ সময় দুর্বৃত্তরা তাকে গুলি করে টাকা নিয়ে পালিয়ে যায়। ঘটনাটি আদাবর থানার পাশে ঘটলেও তা মোহাম্মদপুর থানার আওতাধীন। যোগাযোগ করা হলে মোহাম্মদপুর থানার ওসি আজিজুল হক বলেন, ‘খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে উপস্থিত হয়। ছিনতাইকৃত টাকা উদ্ধার ও দুর্বৃত্তদের চিহ্নিত করার চেষ্টা চলছে।
অন্যদিকে, দুপুর পৌনে ৩টায় মতিঝিলের ৬ নম্বর বাস কাউন্টারের সামনে চারজন অজ্ঞাত যুবক প্লাস্টিক ব্যবসায়ী মোস্তফার পথ রোধ করে। ছিনতাইকারীরা তার কাছে থাকা ৫০ হাজার টাকার একটি ব্যাগ ছিনিয়ে নেয়ার চেষ্ঠা করে। এতে তিনি বাধা দিলে ওই দুর্বৃত্তরা তার বাম পায়ে এক রাউন্ড ও পিঠে এক রাউন্ড গুলি করে পালিয়ে যায়। রক্তাক্ত অবস্থায় পথচারীরা তাকে উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যায়। মতিঝিল থানার এসআই রফিকুল ইসলাম জানান, আহত ব্যবসায়ী ৩৭, লালবাগের চুরিহাট্টার বাসায় পরিবার নিয়ে বসবাস করেন। ওই এলাকায় তার একটি প্লাস্টিকের দোকান রয়েছে। চট্টগাম থেকে ঢাকায় ফেরার পথে তিনি এ ঘটনার শিকার হন। ছিনতাইকৃত টাকা উদ্ধার ও দুর্বৃত্তদের চিহ্নিত করার চেষ্টা চলছে। এ ঘটনায় থানায় একটি মামলার প্রক্রিয়া চলছে।
পুলিশ ও পারিবারিক সূত্রে জানা গেছে, দুপুর পৌঁনে ২টার দিকে মোহাম্মদপুর রিং রোডের আদাবর থানার পাশেই মোটরসাইকেলযোগে তিনজন ছিনতাইকারী মঞ্জুরুলের রিকশার গতিরোধ করে। ছিনতাইকারীরা মঞ্জুরুলের কাছে থাকা আড়াই লাখ টাকার ব্যাগ ছিনিয়ে নেয়ার চেষ্টা করে। মঞ্জুরুল বাধা দিলে দুর্বৃত্তরা তার ডান পায়ে দুই রাউন্ড গুলি করে টাকার ব্যাগ নিয়ে পালিয়ে যায়। রক্তাক্ত অবস্থায় পথচারীরা তাকে উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যায়। তার পা দিয়ে প্রচ- রক্তক্ষরণ হয়েছে। তবে তিনি আশঙ্কামুুক্ত। আহতের খালা নাসিমা বেগম জানান, ‘মঞ্জুরুল রবির প্রকৌশলী। মোহাম্মদপুরের সলিমুল্লাহ রোডের ৫/১ নম্বর বাসায় পরিবারের সঙ্গে থাকে। দুপুর বেলায় ডাচবাংলা ব্যাংক থেকে আড়াই লাখ টাকা তুলে ধানমন্ডির আরেকটি ব্যাংকে জমা দিতে যাচ্ছিলেন। এ সময় দুর্বৃত্তরা তাকে গুলি করে টাকা নিয়ে পালিয়ে যায়। ঘটনাটি আদাবর থানার পাশে ঘটলেও তা মোহাম্মদপুর থানার আওতাধীন। যোগাযোগ করা হলে মোহাম্মদপুর থানার ওসি আজিজুল হক বলেন, ‘খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে উপস্থিত হয়। ছিনতাইকৃত টাকা উদ্ধার ও দুর্বৃত্তদের চিহ্নিত করার চেষ্টা চলছে।
অন্যদিকে, দুপুর পৌনে ৩টায় মতিঝিলের ৬ নম্বর বাস কাউন্টারের সামনে চারজন অজ্ঞাত যুবক প্লাস্টিক ব্যবসায়ী মোস্তফার পথ রোধ করে। ছিনতাইকারীরা তার কাছে থাকা ৫০ হাজার টাকার একটি ব্যাগ ছিনিয়ে নেয়ার চেষ্ঠা করে। এতে তিনি বাধা দিলে ওই দুর্বৃত্তরা তার বাম পায়ে এক রাউন্ড ও পিঠে এক রাউন্ড গুলি করে পালিয়ে যায়। রক্তাক্ত অবস্থায় পথচারীরা তাকে উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যায়। মতিঝিল থানার এসআই রফিকুল ইসলাম জানান, আহত ব্যবসায়ী ৩৭, লালবাগের চুরিহাট্টার বাসায় পরিবার নিয়ে বসবাস করেন। ওই এলাকায় তার একটি প্লাস্টিকের দোকান রয়েছে। চট্টগাম থেকে ঢাকায় ফেরার পথে তিনি এ ঘটনার শিকার হন। ছিনতাইকৃত টাকা উদ্ধার ও দুর্বৃত্তদের চিহ্নিত করার চেষ্টা চলছে। এ ঘটনায় থানায় একটি মামলার প্রক্রিয়া চলছে।
No comments:
Post a Comment