Tuesday, 22 July 2014

সঙ্গিনীর ফোনের গোপন তথ্য জানতে নতুন অ্যাপ্লিকেশন

সঙ্গিনীর ফোনের গোপন তথ্য জানতে নতুন অ্যাপ্লিকেশন

 ফাঁস হতে চলেছে আপনার সঙ্গী বা সঙ্গিনীর ফোনের সকল গোপন তথ্য৷ লন্ডনের এমস্পাই নামের একটি সংস্থা বাজারে আনতে চলেছে বিশেষ এক অ্যাপ্লিকেশন৷ যার মাধ্যমে আপনার জীবনসঙ্গী আপনার সাথে প্রতারণা করছে কিনা সেটি জানতে পারবেন আপনি৷
এমনকি স্বামী বা স্ত্রী অন্য কারও সঙ্গে অবৈধ সম্পর্কে জড়িয়েছেন কিনা তা তাঁর ডিজিটাল জীবন ঘেঁটে বের করে ফেলবে এই অ্যাপ৷ অ্যাপের সাহায্যে আপনার পার্টনারের ফোনের প্রতিটি কল, মেসেজ এবং ইমেল দেখতে পারবেন আপনি। এ ছাড়া স্কাইপে এবং ফেববুকে তার ছবি বা ভিডিও দেখা যাবে৷
এমনকি তার মোবাইল কল পর্যন্ত আপনি রেকর্ড করতে পারবেন বলে দাবি করা হয়েছে সংস্থার পক্ষ থেকে৷ কম বয়সের ছেলে-মেয়েদের অনৈতিক কাজকর্মের উপর যাতে তাঁদের অভিভাবকরা নজর রাখতে পারেন তার জন্যই এই বিশেষ অ্যাপটি আনা হয়েছে বলে দাবি করা হয়েছে সংস্থার পক্ষ থেকে৷

 

No comments:

Post a Comment