Tuesday, 22 July 2014

গাজায় আগ্রাসন বন্ধের দাবিতে এবার ইসরাইলে বিক্ষোভ

গাজায় আগ্রাসন বন্ধের দাবিতে এবার ইসরাইলে বিক্ষোভ

ফিলিস্তিনের অবরুদ্ধ গাজা উপত্যকায় আগ্রাসন বন্ধের দাবিতে এবার খোদ ইসরাইলেই বিক্ষোভ হয়েছে। হাজার হাজার ইসরাইলি নাগরিক দখলদার ইসরাইলের তেল আবিব ও হাইফা শহরের রাস্তায় বিক্ষোভ করেছে।

শনিবার বন্দরনগরী হাইফার উত্তরাঞ্চলে বিক্ষোভের সময় ফিলিস্তিনপন্থি বিক্ষোভকারী ও ইসরাইলের নিরাপত্তা বাহিনীর মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটে। এতে অজ্ঞাত সংখ্যক বিক্ষোভকারী আহত হয়েছে এবং অন্তত ৩০ জনকে আটক করে পুলিশ।

অবরুদ্ধ গাজার ওপর অন্যায় আগ্রাসনের বিরুদ্ধে প্রতিবাদ জানিয়ে তেল আবিবেও হাজার হাজার মানুষ বিক্ষোভ করেছে। তবে সেখানে পুলিশ ও বিক্ষোভকারীদের মধ্যে কোনো সংঘর্ষ হয়েছে কিনা তা জানা যায় নি। এসব বিষয়ে ইসরাইল ও পশ্চিমা গণমাধ্যমগুলো ব্যাপক গোপনীয়তা রক্ষা করছে।

ইসরাইলের বাইরে লন্ডনেও বড় ধরনের বিক্ষোভ হয়েছে। এ সময় বিক্ষোভকারীরা ফিলিস্তিনি জনগণের জন্য ন্যায়বিচার ও স্বাধীনতার দাবি জানিয়ে শ্লোগান দেয়। এছাড়া, গাজায় ইসরাইলি গণহত্যা ও মূলধারার গণমাধ্যমগুলোর নীরবতার সমালোচনা করেন তারা।

 

No comments:

Post a Comment