Sunday, 27 July 2014

হায় ফিলিস্তিন !!






এই তো সেদিন
সে টুকটুক করে হাঁটত ঘরময়
ঘর থেকে ঘরে
রান্নাঘর থেকে বারান্দায়
মায়ের আঁচল ধরে
সে নেই এখন
সেদিনও তিনি ছিলেন
খুব ভোর বেলা ঘুম ভেঙ্গে ছিল
তিনি এখন ঘুমোচ্ছেন
আর জাগবেন না
বোনের রাঙ্গা হাত নেই
সেই যে এঁকেছিল
ঘাস ফুল, সন্ধ্যা তারা
আজ সে হাত মৃত
উনুনের কাছে মায়ের হাসিমুখ নেই
কোন উৎসব নেই
ঘরময় লাশের স্মৃতি
চোখময় বিভীষিকা
এখন এখানে
অর্ধ নগ্ন শিশু
মৃত বালিকার উদোম পিঠে
লাল লাল রক্তের ছোপ
মিসাইল গ্র্যানেডের
পড়ে থাকে ডাস্টবিন
কীটের দখল
উনুনে মায়ের আঙ্গুল নেই
এখন এখানে রক্তের
স্রোত জমাট বেঁধে থাকে
যতসব মিথ্যাচারী মানবতাবাদীদের নীরবতায়
গ্রেনেড গুলি
হত্যার উল্লাসে কাঁপে সে দেশ
ফিলিস্তিন
এখন এখানে
ঝলসানো রোদে কাঁদে
বোবা আকাশ
পিতার কাঁধে উঠছে তখন
ছেলের লাশ
দিন ফুরিয়ে গেলে
এখন এখানে ঘুম থাকে না
মা চোখে
পিটপিট করে শিশু তাকায়
ওখানে মুখোশধারী
মানবতাবাদীরা যায় না ছুটে
যারা মালালা কে নিয়ে
উল্লাস করেছিল সেদিন
যারা সেদিন
সন্ত্রাস দমনের কথা বলে
এখন চুপ করে গেল একেবারে
এখানে তাদের চিহ্ন পড়ে থাকে
পড়ে থাকে
একটা চোখ উঠে গিয়ে
রক্ত জমাট বাধে ছেলেটার লাশ
ফিলিস্তিন !
হায় ফিলিস্তিন !!

No comments:

Post a Comment