'পত্রিকায় চার বছর আগের রাস্তার ছবি দিচ্ছে'
সোমবার রাজধানীর মগবাজার এলকার যানজট পরিস্থিতি পরিদর্শনের সময় মন্ত্রী এ অভিযোগ করেন।
ঈদের আগে সড়কের পরিস্থিতি নিয়ে গণমাধ্যমে প্রকাশিত বিভিন্ন প্রতিবেদনের সমালোচনা করে মন্ত্রী বলেন, "কিছু পত্রিকায় চার বছর আগের রাস্তাঘাটের ছবি দিচ্ছে, নিউজ করছে। আমি এর কোনো প্রতিবাদ করব না। আল্লাহ তাদের হেদায়েত দিক।"
মন্ত্রী আরো বলেন, "বেঁধে দেয়া সময়ের মধ্যে শতকরা আশি ভাগ কাজ সফলভাবে শেষ হয়েছে। যারা কাজে গাফিলতি করছে, তাৎক্ষণিকভাবে তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেয়া হচ্ছে।"
সারাদেশের রাস্তাঘাটে ২০ ভাগ কাজ বাকি আছে এবং এই কাজ দুই এক দিনের মধ্যে শেষ হবে বলেও দাবি করেন মন্ত্রী।
এর আগে যোগাযোগমন্ত্রী সড়ক পরিস্থিতি নিয়ে গত ১১ জুলাই এক আন্তঃমন্ত্রণালয় সভায় রাজধানীসহ সারাদেশের সব সড়ক-মহাসড়ক ২০ জুলাইয়ের মধ্যে মেরামত করার নির্দেশ দেন।
এ বিষয়ে জানতে চাইলে দিলে মন্ত্রী বলেন, "৭ দিনের টার্গেটে যে সব কাজ শেষ হবে তা ঠিক নয়। কেউ তো আর বসে নেই। আপাতত জোড়াতালি দিয়েই চলতে হবে।"
বিভিন্ন মহাসড়ক চার লেনে সম্প্রসারণসহ যেসব সংস্কার কাজ চলছে সেসব সমস্যা আগামী বছর আর থাকবে না" যোগ করেন তিনি।
No comments:
Post a Comment