Thursday, 24 July 2014

“অনলাইন ব্লাড ব্যাংক”

“অনলাইন ব্লাড ব্যাংক”


নিজে বাঁচুন অন্যকে বাঁচায় এই শ্লোগান নিয়ে ৫ জুলাই ২০১৪ “অনলাইন ব্লাড ব্যাংক” এর যাত্রা শুরু……..


এই পেজটি সম্পূর্ন স্বেচ্ছায় রক্তদাতা ও রক্তগ্রহীতার জন্য। এক কথায় বলতে পারেন “অনলাইন ব্লাড ব্যাংক”। আমাদের সকল কার্যক্রম অনলাইন ও ফোন ভিত্তিক। আমাদের মূল উদ্দেশ্য স্বেচ্ছায় রক্তদাতা এবং রক্তগ্রহীতার মধ্যে সম্বন্বয় সৃষ্টি করা। অনলাইন ব্লাড ব্যাংক কখনই রক্ত সংগ্রহ/সংরক্ষণ করে না এবং কোন আর্থিক লেনদেন করে না।

রক্তদাতা ও রক্তগ্রহীতাদের ডাটাবেস করা হয়েছে। রক্তগ্রহীতা আমাদের ডাটাবেস থেকে আপনার প্রয়োজনীয় ব্লাড গ্রুপ রক্তদাতার সাথে যোগাযোগ করতে পারবেন। আমাদের এই ডাটাবেস প্রতিমাসে আপডেট করা হয়।

স্বেচ্ছায় রক্তদাতা ও রক্তগ্রহীতাদের ডাটাবেস করা হয়েছে। স্বেচ্ছায় রক্ত দান করতে চাইলে ডাটাবেস -এ আপনার তথ্য দিয়ে সহায়তা করুণ। রক্ত দিতে না পারলে অনুগ্রহ করে পোষ্টটি শেয়ার করুণ। কারণ, আপনার পক্ষে রক্ত দেওয়া সম্ভব না হলেও অন্য কেউ হয়তে পোষ্টটি পড়ে রক্ত দিতে এগিয়ে আসবে। সবসময় আমাদের সঙ্গেই থাকুন… রক্ত দিন জীবন বাঁচান।

আমাদের চারপাশে প্রতিদিন অসংখ্য মানুষ রক্তের অভাবে মৃত্যুবরণ করছে। অকালে একটি প্রাণ ঝরে যাওয়া থেকে রক্ষা করতে পারে আমাদেরই কয়েক ফোঁটা রক্ত।


আমাদের উদ্দেশ্যঃ স্বেচ্ছায় রক্তদান কমনিউটি গড়ে তোলার জন্য কাজ করছি।

এই পেজ -এ লাইক দিয়ে যেকোন সময় রক্তের প্রয়োজনে রক্তদাতার সাথে যোগাযোগ করতে পারবেন।

পেজঃ https://www.facebook.com/onlinebloodbank247

No comments:

Post a Comment