Tuesday, 22 July 2014

পৃথিবীর সবচেয় বড় কবরস্থানঃ ‘ওয়াদী আল-সালাম’




পৃথিবীর সবচেয় বড় কবরস্থানঃ ‘ওয়াদী আল-সালাম’


15327862

অনেক দূর থেকে দেখলে মনে হবে গিঞ্জি কোনো শহর। একদম ছোট ছোট বাড়ি, আর এই ছোট-বড় ভবনগুলোর মাঝে শ্বাস ফেলার জায়গা নেই। কিন্তু কিভাবে মানুষ এখানে বসবাস করে- এ প্রশ্নও মনে উদয় হতে পারে। হওয়া টা খুব স্বাভাবিক, কিন্তু এটা কোন শহর নয় আর গিঞ্জি গিঞ্জি বাড়ির মত দেখতে বস্তু গুলো আসলে বাড়ি নয়, এখানে হাজার হাজার মানুষ  চিরনিদ্রায় শায়িত হয়েছেন।
bk_3dbea4deb7c93f36cf78cc966c5abb08_aKEwFc
আসলে এটি কোনো গিঞ্জি শহর নয়, ওয়াদী আল-সালাম অর্থাৎ ‘শান্তি উপত্যকা’। পৃথিবীর সবচেয় বড় কবরস্থান এটি।

No comments:

Post a Comment