Wednesday 23 July 2014

জাহাঙ্গীরনগরে তিন ছাত্রী আজীবন বহিষ্কার

জাহাঙ্গীরনগরে তিন ছাত্রী আজীবন বহিষ্কার



বিশ্ববিদ্যালয়ের নিবন্ধক আবু বকর সিদ্দিক বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান, বুধবার রাত সাড়ে ১০টার দিকে বিশ্ববিদ্যালয়ের সিন্ডিকেট সভায় এ সিদ্ধান্ত হয়। বহিষ্কৃত সামি রেজওয়ানা, রাফিয়া ও সাবরিনা আক্তার নিতু বিশ্ববিদ্যালয়ের মার্কেটিং বিভাগের ৪২তম ব্যাচের ছাত্রী ছিলেন।
আবু বকর সিদ্দিক জানান, গত শুক্রবার একই বিভাগের ৪৩তম ব্যাচ ও জাহানারা ইমাম হলের এক আবাসিক ছাত্রীকে বিশ্ববিদ্যালয়ের শেখ হাসিনা হলে ডেকে নিয়ে ‘শারীরিক ও মানসিক নির্যাতন’ করে এই তিন ছাত্রী।
“তাকে সহপাঠীদের দিয়ে চড়-থাপ্পড় মারানো হয় এবং কান ধরিয়ে উপর থেকে নিচতলায় নামানো হয়।”
নির্যাতিত ছাত্রী এ বিষয়ে বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. ফারজানা ইসলামের কাছে লিখিত অভিযোগ করলে দোষীদের বিরুদ্ধে ব্যবস্থা নেয়া হয়।
শেখ হাসিনা হলের প্রাধ্যক্ষ অধ্যাপক ফরিদ আহমেদ বলেন, তিন ছাত্রীকে কারণ দর্শানোর নোটিশ দেয়ার পর মঙ্গলবার ‘ডিসিপ্লিনারি’ সভায় বিষয়টি তোলা হয়। তাদের বক্তব্য সন্তোষজনক না হওয়ায় ডিসিপ্লিনারি কমিটির সুপারিশে তাদের আজীবন বহিষ্কার করেছে সিন্ডিকেট।

No comments:

Post a Comment