Tuesday, 22 July 2014

লন্ডনে শেখ হাসিনার গাড়িতে ঢিল ছুঁড়ে বিক্ষোভের অভিযোগ !

লন্ডনে শেখ হাসিনার গাড়িতে ঢিল ছুঁড়ে বিক্ষোভের অভিযোগ ! 

 

লন্ডনে প্রধানমন্ত্রী শেখ হাসিনার গাড়ি লক্ষ্য করে ঢিল ছুঁড়ে বিক্ষোভ প্রদর্শন করেছেন কতিপয় প্রবাসী বাংলাদেশি যুবক।

 

এ সময় তারা ‘কিলার হাসিনা, গো ব্যাক গো ব্যাক’ বলে স্লোগান দেন। তাদের হাতে প্ল্যাকার্ড ও কালো পতাকা ছিল।
হাসিনার গাড়িতে ঢিল ছোড়ার একটি ভিডিও ক্লিপ ইউটিউবে ছেড়ে দেয়া হয়েছে। তবে ওই গাড়িতেই শেখ হাসিনা যাচ্ছিলেন কি না তা নিশ্চিত হওয়া যায়নি।
ভিডিওতে দেখা যাচ্ছে, ব্রিটিশ প্রধানমন্ত্রীর অফিসের দিক থেকে দুটি কালো রঙের গাড়ি বের হলে ওই যুবকরা ‘কিলার হাসিনা, গো ব্যাক গো ব্যাক’ বলে রাস্তার বিপরীত দিক থেকে ওই দুটি গাড়ি লক্ষ্য করে ঢিল ছুড়তে থাকে। গাড়ি দুটি কয়েক সেকেন্ডের জন্য দাঁড়িয়ে দ্রুত চলে যায়। এরপরও যুবকরা স্লোগান দিতে থাকেন।

প্রধানমন্ত্রী শেখ হাসিনা মঙ্গলবার সকালে লন্ডনের ১০ নম্বর ডাউনিং স্ট্রিটে যুক্তরাজ্যের প্রধানমন্ত্রী ডেভিড ক্যামেরনের সঙ্গে দ্বিপক্ষীয় বৈঠক করেন।
প্রথম গার্ল সামিটে যোগ দিতে যুক্তরাজ্যে তিন দিনের সরকারি সফরে সোমবার লন্ডন পৌঁছান প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

 

No comments:

Post a Comment