সাকিব যথেষ্ট পিটিয়েছিলেন ছেলেটিকে
ছবির
সুদর্শন ছেলেটির নাম "ফারাজ করিম চৌধুরী" । দেখতে সুদর্শন হলেও তার
কীর্তিকলাপ মোটেও সুবিধার নয় । এ সেই বখাটে ছেলে, যে কিনা কিছুদিন আগে
বাংলাদেশ-ভারত বৃষ্টিবিঘ্নিত ম্যাচ চলাকালে মিরপুর ষ্টেডিয়ামের ভিআইপি
বক্সে সাকিব আল হাসানের স্ত্রী শিশিরকে উত্ত্যক্ত করেছিলো । স্ত্রীকে উত্ত্যক্তের খবর পেয়েই সেদিন সাকিব ড্রেসিংরুম থেকে চলে আসেন এবং স্বভাবতই
উত্তক্ত্যকারী এই ছেলেটিকে ব্যাপক মারধর করেন । ভাগ্যের কি নিমর্ম পরিহাস, "ফারাজ করিম চৌধুরী" নামের এই ছেলেটি চট্টগ্রাম রাউজানের ক্ষমতাসীন আওয়ামীলীগ মনোনীত
সংসদ সদস্য "ফজলে করিম চৌধুরী"র গুণধর(!) সু(!) পুত্র !!!!!!
এরপর কিভাবে কি হয়েছে এবং ফলশ্রুতিতে কোথাকার পানি কোথায় কতোদূর গড়িয়েছে, তা সহজেই
অনুমেয় । গতকাল বিসিবি সভাপতি পাপনের বক্তব্যেই বোঝা যায় সাকিবের মারধরের মাত্রাটা একটু বেশীই ছিলো, কারণ পাপন বক্তব্যের একপর্যায়ে বলে ফেলেছিলেন "ছেলেটিকে আমরা ওর(সাকিবের) কাছ থেকে উদ্ধার করি"..........
আসলে বৃষ্টিবিঘ্নিত খেলার
মধ্যবিরতিতে স্ত্রীকে উত্তক্ত্যের খবর
পেয়ে সাকিবের মাথা ঠিক ছিলোনা ।
না থাকারই কথা । স্বভাবতই সাকিব যথেষ্ট পিটিয়েছিলেন ছেলেটিকে । তারই ফল পেতে হলো এভাবে হাতেনাতে ।
আনা হলো "এনওসি" না নিয়ে সিপিএলে খেলতে যাওয়ার অভিযোগ আনা হলো, কথিত নিয়মভাঙ্গা ও বিশৃঙ্খলা সৃষ্টির অভিযোগ । মাত্র একদিনের নোটিশে সাকিবকে ফিরে আসতে হলো দেশে এবং তার ঠিক পরদিনই সাকিবকে দেয়া হলো ৬ মাস ও দেড় বছরের নিষেধাজ্ঞা !!! করা হলো চূড়ান্ত রকমের অবিচার !!!!!
এই ছিলো আমার কাছে সর্বশেষ খবর, আপনারাও খবর লাগান । আশা করছি শীঘ্রই থলের বেড়াল বেরিয়ে আসবে.....
উত্তক্ত্যকারী এই ছেলেটিকে ব্যাপক মারধর করেন । ভাগ্যের কি নিমর্ম পরিহাস, "ফারাজ করিম চৌধুরী" নামের এই ছেলেটি চট্টগ্রাম রাউজানের ক্ষমতাসীন আওয়ামীলীগ মনোনীত
সংসদ সদস্য "ফজলে করিম চৌধুরী"র গুণধর(!) সু(!) পুত্র !!!!!!
এরপর কিভাবে কি হয়েছে এবং ফলশ্রুতিতে কোথাকার পানি কোথায় কতোদূর গড়িয়েছে, তা সহজেই
অনুমেয় । গতকাল বিসিবি সভাপতি পাপনের বক্তব্যেই বোঝা যায় সাকিবের মারধরের মাত্রাটা একটু বেশীই ছিলো, কারণ পাপন বক্তব্যের একপর্যায়ে বলে ফেলেছিলেন "ছেলেটিকে আমরা ওর(সাকিবের) কাছ থেকে উদ্ধার করি"..........
আসলে বৃষ্টিবিঘ্নিত খেলার
মধ্যবিরতিতে স্ত্রীকে উত্তক্ত্যের খবর
পেয়ে সাকিবের মাথা ঠিক ছিলোনা ।
না থাকারই কথা । স্বভাবতই সাকিব যথেষ্ট পিটিয়েছিলেন ছেলেটিকে । তারই ফল পেতে হলো এভাবে হাতেনাতে ।
আনা হলো "এনওসি" না নিয়ে সিপিএলে খেলতে যাওয়ার অভিযোগ আনা হলো, কথিত নিয়মভাঙ্গা ও বিশৃঙ্খলা সৃষ্টির অভিযোগ । মাত্র একদিনের নোটিশে সাকিবকে ফিরে আসতে হলো দেশে এবং তার ঠিক পরদিনই সাকিবকে দেয়া হলো ৬ মাস ও দেড় বছরের নিষেধাজ্ঞা !!! করা হলো চূড়ান্ত রকমের অবিচার !!!!!
এই ছিলো আমার কাছে সর্বশেষ খবর, আপনারাও খবর লাগান । আশা করছি শীঘ্রই থলের বেড়াল বেরিয়ে আসবে.....
No comments:
Post a Comment