আলিয়া মাদরাসায় ছাত্রলীগের দুই গ্রুপের সংঘর্ষ
রাজধানীর বকশিবাজারে আলিয়া মাদরাসায় গত রাতে আধিপত্য বিস্তার নিয়ে
ছাত্রলীগের দুই গ্রুপের মধ্যে সংষর্ষে অন্তত পাঁচজন আহত হয়েছে। এ সময় তাদের
মধ্যে ধাওয়া-পাল্টাধাওয়া হয়। আহতদের মধ্যে রেজাউল নামে এক ছাত্রকে গুরুতর
অবস্থায় ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।
হাসপাতাল সূত্র জানায়, আলিয়া মাদরাসার হলের সিট দখল ও বরাদ্দ নিয়ে
ছাত্রলীগের সাবেক নেতা সাগর-মহসিনের সাথে বর্তমান ছাত্রলীগ নেতা শফিক
গ্রুপের মধ্যে বিরোধ চলছিল। এরই জেরে গত রাত সোয়া ১০টার দিকে সাগর ও
মহসিনের নেতৃত্বে একদল ছাত্র মাদরাসার আল্লামা কাশগরি হলে প্রবেশ করে
ভাঙচুর শুরু করে। এ সময় তারা কক্ষের ছাত্রদের মারধর করে বের করে দেয়। এক
পর্যায় শফিক গ্রুপের সদস্যরা জড়ো হলে উভয়ের মধ্যে ধাওয়া-পাল্টাধাওয়া হয়। এ
সময় তারা লাঠিসোটা ও ধারালো অস্ত্র নিয়ে পরস্পরকে ধাওয়া করে। এক পর্যায়
ঘটনাস্থলে বিপুল পুলিশ পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। শেষ খবর পাওয়া
পর্যন্ত মাদরাসায় থমথমে অবস্থা বিরাজ করছিল। পরিস্থিতি মোকাবেলায় সেখানে
পুলিশ মোতায়েন করা হয়েছে।
No comments:
Post a Comment