হুমায়ুন আহমেদকে নিয়ে জাফর ইকবাল স্যার এর মজার ঘটনাঃ
একজন অনেক দূর থেকে আমার সঙ্গে দেখা করতে এসেছে৷ বিশ্ববিদ্যালয়ের রাস্তায় আমার সামনে দাঁড়িয়ে বলল, আমি শুনেছি আপনি এখানে এসেছেন৷ সেটা শুনে সেই কতদূর থেকে আমি আপনার সঙ্গে দেখা করতে এসেছি৷ এ রকম পরিবেশে মুখে যে রকম বিনয় ফোটানোর কথা আমি সে রকম বিনয় ফুটিয়ে ধরে আছি৷ ভদ্রলোক বললেন, আমি কী আপনার হাতটা একবার ছুঁয়ে দেখতে পারি? আমি হাত বাড়িয়ে বললাম, নিন৷
ভদ্রলোক আমার হাতটা টেনে নিজের বুকে চেপে ধরে আবেগ বিহ্বলিত হয়ে বলল, ইশ! আমার এখনো বিশ্বাস হচ্ছে না হুমায়ূন আহমেদের আপন ভাইয়ের হাতটা আমি ধরতে পেরেছি!
এবং তারপর এক সাক্ষাৎকারে হুমায়ূন স্যারকে জিজ্ঞাসা করা হয়, "যদি আপনার সাথে ঠিক এরকম ঘটনা ঘটত?" তখন হুমায়ূন স্যার উত্তরে বলেন, "আমার ভাই যে পরিমাণ খুশি হয়েছিল, তার দ্বিগুণ পরিমাণে খুশি হতাম!"
No comments:
Post a Comment