Sunday, 27 July 2014

‘জি বাংলা সিনেমা’ সাইট হ্যাক করল বাংলাদেশি হ্যাকার

‘জি বাংলা সিনেমা’ সাইট হ্যাক করল বাংলাদেশি হ্যাকার


জি বাংলা সিনেমাসাইট হ্যাক করল বাংলাদেশি হ্যাকার



 






ভারতীয় সাংস্কৃতিক আগ্রাসনের প্রতিবাদে বাংলাদেশ গ্রে হ্যাট হ্যাকারস ভারতীয়জি বাংলা সিনেমাসাইটটি হ্যাক করেছে ভারতীয় বাংলা টিভি সিরিয়ালের নায়িকা পাখির পরিহিত পোশাকপাখি ড্রেসনিয়ে বাংলাদেশি তরুনীদের মাতামাতি, পাখি ড্রেস না পেয়ে আত্মহত্যা এবং বিবাহ বিচ্ছেদের ঘটনার পর ধরণের হামলা চালালো গ্রে হ্যাট

সাইটটিতে গেলে (www.zeebanglacinema.com) ইংরেজি একটি বার্তা প্রদর্শন করা হচ্ছে। সেখানে বাংলাদেশি হ্যাকাররা লিখেছে, ‘বাংলাদেশে সাংস্কৃতিক আগ্রাসন চালানোর অপরাধে ওয়েবসাইটটি হ্যাক করা হল। বাংলাদেশে তোমাদের টিভি চ্যানেলগুলো সম্প্রচারিত হচ্ছে। কিন্তু তোমরা তোমাদের দেশে কোনো বাংলাদেশি চ্যানেল সম্প্রচার করতে দাওনি।

বার্তার শেষ অংশটুকুতে রয়েছে স্পষ্ট সাইবার যুদ্ধের হুমকি, এই আগ্রাসন তোমাদের সাইবার স্পেসকে ধ্বংস করবে।

ভারতীয় সাংস্কৃতিক আগ্রাসনের প্রতিবাদে বাংলাদেশ গ্রে হ্যাট হ্যাকারস ভারতীয় ‘জি বাংলা সিনেমা’ সাইটটি হ্যাক করেছে । ভারতীয় বাংলা টিভি সিরিয়ালের নায়িকা পাখির পরিহিত পোশাক ‘পাখি ড্রেস’ নিয়ে বাংলাদেশি তরুনীদের মাতামাতি, পাখি ড্রেস না পেয়ে আত্মহত্যা এবং বিবাহ বিচ্ছেদের ঘটনার পর এ ধরণের হামলা চালালো গ্রে হ্যাট।

সাইটটিতে গেলে (www.zeebanglacinema.com) ইংরেজি একটি বার্তা প্রদর্শন করা হচ্ছে। সেখানে বাংলাদেশি হ্যাকাররা লিখেছে, ‘বাংলাদেশে সাংস্কৃতিক আগ্রাসন চালানোর অপরাধে ওয়েবসাইটটি হ্যাক করা হল। বাংলাদেশে তোমাদের টিভি চ্যানেলগুলো সম্প্রচারিত হচ্ছে। কিন্তু তোমরা তোমাদের দেশে কোনো বাংলাদেশি চ্যানেল সম্প্রচার করতে দাওনি।’

বার্তার শেষ অংশটুকুতে রয়েছে স্পষ্ট সাইবার যুদ্ধের হুমকি, ‘এই আগ্রাসন তোমাদের সাইবার স্পেসকে ধ্বংস করবে।’ - See more at: http://www.bd24live.com/article/171/index.html#sthash.nAzl62mX.OAn9iLUy.dpuf

No comments:

Post a Comment