১২ই আগস্টের মধ্যে এইচএসসির ফল
এইচএসসি ও সমমানের পরীক্ষার ফল আগামী ১২ই আগস্টের
মধ্যে প্রকাশ করা হচ্ছে। পরীক্ষা শেষের ৬০ দিনের মধ্যেই এসএসসি, এইচএসসি ও
সমমান পরীক্ষার ফল প্রকাশিত হয়ে আসছে। সে অনুযায়ী ১০ অথবা ১২ই আগস্ট
এইচএসসির ফল প্রকাশিত হচ্ছে। ঢাকা শিক্ষা বোর্ডের চেয়ারম্যান ও
আন্তঃশিক্ষাবোর্ড সমন্বয় কমিটির সভাপতি অধ্যাপক তাসলিমা বেগম জানান, কয়েক
বছর ধরে পরীক্ষা শেষ হওয়ার ৬০ দিনের মধ্যেই ফল প্রকাশ করা হচ্ছে। এবারও
তার ব্যত্যয় হবে না। এ লক্ষ্যেই প্রস্তুতি নেয়া হচ্ছে। আনুষ্ঠানিকভাবে ফল
প্রকাশের জন্য প্রধানমন্ত্রী শেখ হাসিনার কাছে সময় চাওয়া হয়েছে।
প্রধানমন্ত্রীর সিডিউল অনুযায়ী ফল প্রকাশিত হবে। গত ৩রা এপ্রিল থেকে সারা
দেশে একযোগে এইচএসসি, আলিম ও এইচএসসি (বিএম/ভোকেশনাল) ও ডিআইবিএস পরীক্ষা
শুরু হয়। পরীক্ষা ৫ই জুন শেষ হওয়ার কথা থাকলেও ৮ই জুন শেষ হয়। প্রশ্ন
ফাঁসের কারণে ঢাকা বোর্ডের ইংরেজি দ্বিতীয়পত্রের পরীক্ষা ৮ই জুন অনুষ্ঠিত
হয়। এবার ১০ বোর্ডের অধীনে ১১ লাখ ৪১ হাজার ৩৭৪ জন শিক্ষার্থী পরীক্ষায় অংশ
নিয়েছে।
No comments:
Post a Comment