Sunday, 20 July 2014

বাংলাদেশীদের জন্য ভারতীয় ভিসা সহজ করার দাবি

বাংলাদেশীদের জন্য ভারতীয় ভিসা সহজ করার দাবি

 

ভারতে যেতে আগ্রহী বাংলাদেশীদের ভারতীয় ভিসা পাওয়ার জন্য যে দীর্ঘস্থায়ী প্রক্রিয়া এবং কটিন পরিস্থিতির মুখোমুখি হতে হয় সে কথাটাই ভারতের পররাষ্ট্রমন্ত্রী সুষমা স্বরাজকে মুখোমুখি জানিয়েছেন ভারতের এক সাংসদ। সম্প্রতি সংসদে পররাষ্ট্রমন্ত্রী সুষমা স্বরাজের অফিসে তার সঙ্গে দেখা করে ভিসা সমস্যার বিষয়টি তুলে ধরেন ত্রিপুরা থেকে নির্বাচিত সংসদ সদস্য জীতেন চৌধুরি।  ভারতে আসতে আগ্রহী বাংলাদেশী ব্যবসায়ী থেকে সাধারণ নাগরিক পর্যন্ত সকলকেই ভারতীয় ভিসা পেতে কি ধরনের সমস্যার মুখোমুখি হতে হয় তা বিস্তারিতভাবে মন্ত্রীকে জানিয়েছেন জিতেন চৌধুরী। এ ব্যাপারে একটি চিঠিও দিয়েছেন তিনি পররাষ্ট্রমন্ত্রীকে। সুষমা স্বরাজ সাংসদকে প্রতিশ্রুতি দিযেছেন যে, তার মন্ত্রক বিষয়টি সতর্কতার সঙ্গে পরীক্ষা করে দেখবে। শ্রী চৌধুরী জানিয়েছেন যে, ত্রিপুরা ও উত্তর-পূর্ব ভারতের মাধ্যমে দক্ষিণ এশিয়ার সঙ্গে ভারতের যোগাযোগের দুয়ার খুলতে চলেছে। ইতিমধ্যে বাংলাদেশের সঙ্গে এ অঞ্চলের ব্যবসা-বাণিজ্যও বহুগুণ বৃদ্ধি পেয়েছে। বাংলাদেশ থেকে বিনিয়োগও আসছে। সাংস্কৃতিক বিনিময়ও অনেক বেড়েছে। কিন্তু ভিসা সমস্যা বাংলাদেশিদের মধ্যে প্রবল অসন্তোষ তেরি করছে। এই অবস্থায় শ্রী চৌধুরী ভারতে গমনেচ্ছু বাংলাদেশীদের  জন্য কোটা অথবা অগাধিকারের ভিত্তিতে ভিসা দেয়ার ব্যবস্থা প্রবর্তনের প্রস্তাব দিয়েছেন। সে সঙ্গে তিনি মাল্টিপল ভিসা চালু করার দাবি জানিয়েছেন। সম্প্রতি ভারতের পররাষ্ট্রমন্ত্রী সুষমা স্বরাজ বাংলাদেশ সফরে গিয়ে দু’দেশের মধ্যে সম্পর্ক আরও শক্তিশালী করার ভারতীয় উদ্যোগের কথা জানিয়ে এসেছেন। ভিসা পদ্ধতির কিছুটা সরল করার কথাও বলেছেন। একে স্বাগত জানিয়ে সাংসদ জানিয়েছেন, শুধু ৬৫ বছরের উপরে বা ১৩ বছরের নিচের বাংলাদেশীদের জন্য নয়, সকলের জন্যই এ ব্যবস্থা চালু করা দরকার।

No comments:

Post a Comment