গাজায় অবিলম্বে যুদ্ধবিরতির আহ্বান ওবামার
মার্কিন প্রেসিডেন্ট বারাক ওবামা রোববার গাজায় অবিলম্বে যুদ্ধবিরতির আহ্বান জানিয়েছেন। একইসঙ্গে তিনি আঞ্চলিক নেতৃবৃন্দের সঙ্গে আলোচনার জন্য পররাষ্ট্রমন্ত্রী জন কেরিকে মধ্যপ্রাচ্যে পাঠাচ্ছেন।
মাত্র একদিনে ১শরও বেশি ফিলিস্তিনী ও ১৩ ইসরাইলী সৈন্য নিহত হওয়ার পর ওবামা ইসরাইলী প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহুর সঙ্গে টেলিফোনে আলাপকালে এ বিষয়ে গভীর উদ্বেগ প্রকাশ করেন। তিনি ইসরাইলে হামাসের হামলারও নিন্দা জানান।
হোয়াইট হাউজের বিবৃতিতে বলা হয়, ওবামা গাজায় অসংখ্য বেসামরিক নাগরিক হতাহতে এবং ইসরাইলী সৈন্যের প্রাণহানিতে গভীর উদ্বেগ প্রকাশ করেন।
বিবৃতিতে বলা হয়, ওবামা অবিলম্বে যুদ্ধবিরতির বিষয়ে ইসরাইল ও আঞ্চলিক অংশীদারদের সঙ্গে যুক্তরাষ্ট্রের নিবিড়ভাবে কাজ করার বিষয়ে গুরুত্বারোপ করেন। একইসঙ্গে তিনি গাজা ও ইসরাইলে বেসামরিক নাগরিকদের রক্ষার বিষয়টিও তুলে ধরেন।
তবে ওবামা ইসরাইলের নিজেকে রক্ষার অধিকার রয়েছে বলেও পুনরায় উল্লেখ করেন।
মার্কিন পররাষ্ট্রদপ্তর থেকে বলা হয়েছে, কেরি সোমবার কায়রো যাচ্ছেন। সেখানে তিনি গাজা বিষয়ে মিশরসহ অন্যান্য দেশের সিনিয়র কর্মকর্তাদের সঙ্গে বৈঠক করে অবিলম্বে যুদ্ধবিরতি প্রতিষ্ঠার চেষ্টা করবেন।
No comments:
Post a Comment