Monday 21 July 2014

সাকিবের আপিল আন্তর্জাতিক মিডিয়া বেশ ফলাও করে প্রচার


সাকিবের আপিল আন্তর্জাতিক মিডিয়া বেশ ফলাও করে প্রচার


বিশ্বের অন্যতম সেরা অলরাউন্ডার সাকিব আল হাসানকে ‘আচরণগত বিভিন্ন সমস্যা’র অভিযোগে শাস্তি দিয়েছিল বাংলাদেশ ক্রিকেট বোর্ড। গতকাল সেই শাস্তি কমানোর জন্য বিসিবির কাছে আপিল করেছেন দেশসেরা এই ক্রিকেটার।

বিসিবির ভারপ্রাপ্ত প্রধান নির্বাহী বরাবর লেখা চিঠিতে সাকিব মূলত খেলার ওপর নিষেধাজ্ঞা পুনর্বিবেচনারই অনুরোধ জানিয়েছেন। ২০১৫ সালের ডিসেম্বর মাস পর্যন্ত বিদেশি লিগে খেলার জন্য অনাপত্তিপত্র না দেওয়ার যে সিদ্ধান্ত নিয়েছে বোর্ড, সেটি তুলে নেওয়ার ব্যাপারে কিছু বলেননি। এ ছাড়া চিঠিতে ভবিষ্যতে আরও সতর্ক হয়ে চলার প্রতিশ্রুতি দিয়েছেন। কাউকে দুঃখ দিয়ে থাকলে আন্তরিকভাবে দুঃখও প্রকাশ করেছেন তিনি।

সাকিবের আপিল সংক্রান্ত বিষয়টি আন্তর্জাতিক মিডিয়া বেশ ফলাও করে প্রচার করেছে। প্রায় প্রতিটি সংবাদ মাধ্যম তাদের খবরে সাকিবকে আবেগি, অনুতপ্ত হিসেবে উপস্থাপন করেছে।

পাকিস্তানের জনপ্রিয় পত্রিকা ‘দ্য ডন’ লিখেছে, ‘আবেগি সাকিব দুঃখ প্রকাশ করে আচরণ ঠিক করার প্রতিশ্রুতি দিয়েছেন।’

ভারত ভিত্তিক সংবাদ মাধ্যম টাইমস অব ইন্ডিয়া তাদের খবরে জানিয়েছে, ‘ক্ষমা চেয়ে শাস্তি কমানোর আপিল করলেন সাকিব।’

এনডিটিভি লিখেছে, ‘আবেগি সাকিব চাইলেন ক্ষমা, করলেন শাস্তি কমানোর আবেদন।’

ক্রিকইনফো তাদের প্রকাশিত খবরে জানিয়েছে, ‘শাস্তি পুনর্বিবেচনা করতে সাকিবের আপিল।’

No comments:

Post a Comment