Sunday, 20 July 2014

ইসরাইলি বাহিনীর ১৫ সেনা নিহত

ইসরাইলি বাহিনীর ১৫ সেনা নিহত

 

 

 

ফিলিস্তিনি ইসলামি প্রতিরোধ আন্দোলন হামাস যোদ্ধাদের সঙ্গে সংঘর্ষে ইসরাইলি বাহিনীর ১৫ সেনা নিহত এবং তিনটি সামরিক যান ধ্বংস হয়েছে। হামাসের সামরিক শাখা ইজাদ্দিন আল-কাসসাম এক বিবৃতিতে এ কথা জানিয়েছে।
এতে বলা হয়েছে, গাজা থেকে সুড়ঙ্গপথে দক্ষিণাঞ্চলীয় ইসরাইলি শহর এশকোলে চালানো হামলায় ইসরাইলের ছয় সেনা নিহত হয়েছে।
ইজাদ্দিন আল-কাসসাম বিগ্রেডের ১২ সদস্য নিয়ে গঠিত একটি নির্বাচিত ইউনিট এ হামলা চালিয়েছে বলে বিবৃতিতে উল্লেখ করা হয়েছে। এ ছাড়া সুড়ঙ্গপথে চালানো অপর দুই হামলায় আরো সাত ইসরাইলি সেনা নিহত হয়েছে।
ফিলিস্তিনি যোদ্ধারা ইসরাইলি এক একটি গাড়ি উড়িয়ে দিলে এক মেজর নিহত হয়। নেগেব মরুভূমির দিমোনা শহরে আরেক ইসরাইলি সেনা নিহত হয়েছে।
হামাসের দেয়া হিসাব মোতাবেক গাজায় ইসরাইলি বাহিনীর স্থল অভিযান শুরুর পর থেকে এ পর্যন্ত ফিলিস্তিনি যোদ্ধাদের হাতে কমপক্ষে ১৬ সেনা নিহত হয়েছে।
অবশ্য ইসরাইল এ পর্যন্ত কেবল মাত্র ৬ সেনা নিহত হওয়ার কথা স্বীকার করেছে।
এদিকে, টানা ১২ দিনের ইসরাইলি আগ্রাসনে প্রায় সাড়ে তিনশ’ ফিলিস্তিনি নিহত ও ২,৫০০ আহত হয়েছেন।

No comments:

Post a Comment