মেসির মত অসাধারণ প্রতিভাবান নন রোনাল্ডো : অঁরি
মেসির মত অসাধারণ প্রতিভাবান নন রোনাল্ডো : অঁরি
ফ্রেঞ্চ তারকা থিয়েরি অঁরি বিশ্বাস করেন তার সাবেক বার্সেলোনা সতীর্থ
লিয়নেল মেসি প্রতিভার দিক থেকে অন্য সকলের থেকে এগিয়ে, এমনকি এক্ষেত্রে
তিনি ক্রিস্টিয়ানো রোনাল্ডোকেও ছাড়িয়ে গেছেন।
চলতি বছরের শুরুতে রিয়াল মাদ্রিদের ফরোয়ার্ড রোনাল্ডোর কাছে নিজের ব্যালন
ডি অর শিরোপা হারাতে হয়েছে ক্যাম্প ন্যু তারকা মেসিকে। কিন্তু বিশ্বকাপে
আর্জেন্টিনাকে ঠিকই তিনি ফাইনালে পৌঁছে দিয়েছেন এবং নিজের সেরা খেলা উপহার
দিয়ে বিশ্ব আসরের সেরা খেলোয়াড়ের পুরস্কার গোল্ডেন বল জিতে নিয়েছেন।
২০১০ সালে নিউ ইয়র্ক রেড বুলসে যোগ দেবার আগে অঁরি মেসির সাথে বার্সায়
খেলতেন। সাবেক সতীর্থের প্রতি পূর্ণ শ্রদ্ধা রেখেই তিনি তার প্রতিভাকে
শতভাগ নম্বর দিতে ভুল করেননি। ম্যানচেস্টার ইউনাইটেডের সাবেক ডিফেন্ডার রিও
ফার্দিনান্দের সাথে বিবিসিতে এক আলোচনায় তিনি বলেছেন, ‘লিয়নেল মেসি
বিশ্বের সেরা খেলোয়াড়। কিন্তু ক্রিস্টিয়ানো রোনাল্ডো যেভাবে নিজের প্রভাব
দিয়ে দলকে সহযোগিতা করে থাকেন তার প্রতি আমার পূর্ণ শ্রদ্ধা আছে। কিন্তু
মেসি তার খেয়ালমত খেলেন। এখানে দু’জনের মধ্যে পার্থক্য হলো একজন তার
স্বাভাবিক প্রতিভা দিয়ে খেলেন আর অন্যজন এর জন্য কঠোর পরিশ্রম করেন।
ফ্রেঞ্চ স্ট্রাইকার লুইস সাহা আমাকে প্রায়ই বলতো ম্যানচেস্টার ইউনাইটেডে
সবচেয়ে পরিশ্রমী খেলোয়াড় হলেন রোনাল্ডো। তাই বলে আমি এটা বলছি না যে মেসি
পরিশ্রম করেননা, কিন্তু তার প্রতিভাটা ভিতর থেকেই আসা। শীর্ষে ওঠার জন্য
রোনাল্ডোকে সত্যিকার অর্থেই কঠোর পরিশ্রম করতে হয়েছে। তাদের মধ্যে একই
ধরনের মানসিকতা আছে।’
৮৮ মিলিয়ন ইউরোর বিনিময়ে এবারের মৌসুমে বার্সেলোনায় যোগ দিয়েছেন উরুগুয়ের
বিতর্কিত স্ট্রাইকার লুইস সুয়ারেজ। আর্সেনালের কিংবদন্তী খেলোয়াড় অঁরি মনে
করেন তাকে দলে পেয়ে লা লিগায় আরো শক্তিশালী হয়েছে বার্সেলোনা। দলকে
সহযোগিতা করার মত সবকিছুই সুয়ারেজের মধ্যে আছে বলে মনে করেন অঁরি। সুয়ারেজ
জানে কিভাবে গোল আদায় করে নিতে হয়। ম্যাচে সে যদি দুটো সুযোগ পায় দুটো
থেকেই গোল করার মত ক্ষমতা তিনি রাখেন।
No comments:
Post a Comment